Showing posts with label Death. Show all posts
Showing posts with label Death. Show all posts

Friday, June 19, 2020

PUNISHMENT of GRAVE FACT OR FICTION

   



HomeUnderstanding the Qur'aan

Punishment of the Grave - Fact or Fiction?

Mohammed UddinMarch 19, 2020


The concept of a punishment for the deceased within their graves (Arabic: Azhaab al-Qabr - عذاب القبر) is one that exists only within the secondary Hadith compilations (such as al-Jami' al-Sahih al-Bukhaari, Sunan al-Tirmidhi etc) and the Jewish Mishnaic literature (such as Talmud). Some traditionalist scholars have also argued that the Book of Allah lends support to this concept of theirs. However, the reality is that the Qur'aan which was sent down and revealed to the Prophet Muhammad does not contain any explicit or decisive proof to support the belief that the souls of the unrighteous will be punished or tormented in their graves before the Day of Resurrection and Judgement. On the contrary, a study of the Qur'aan in it's entirety provides overwhelming evidence  that the soul of the deceased will be confined to a place in between the life of this world and the hereafter within which the concept of time, as we know it, does not exist and wherein they are in a state of sleep up until the Day of Resurrection when they are awoken in order to gather for judgement.

MANKIND: FROM CREATION TO DEATH

The Messenger Muhammad conveyed through {Surah Abasa, 80:17-22}:

قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ

Perish the mankind, how disbelieving/rejecting is he.

مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ

From what thing did He create him?

مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ

From a sperm He created him, then determined/proportioned him according to a measure.

ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ

Then the path, He eased for him.

ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ

Then He causes him to die, then assigns to him a grave.

ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ

Then when He wills, (He) will resurrect him.

This cycle is also mentioned again in more detail through Surah 23:12-16

And in {Surah al-Jathiya, 45:26}:

قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

Say: "Allah gives you life, then He gives you death, then He gathers you to the Day of Resurrection, no doubt in it, but most of the mankind do not know."

And in {Surah Aal-e-Imran, 3:185}:

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

"Every soul shall taste the death, and only shall be fulfilled your reward on the Day of Resurrection; so whoever is distanced/drawn away from the Fire and is made to enter the Garden then indeed he has succeeded/won, and the life of the world is not except an enjoyment/provision of delusion/deception."

This message is also repeated in Surah 21:35 and 29:57.

EXTRACTION OF THE SOUL DURING DEATH

The Messenger Muhammad conveyed through {Surah al-Zumar, 39:42} that:

اللَّهُ يَتَوَفَّى الْأَنفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَىٰ عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَىٰ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

"Allah takes the souls at the time of its death, and the one who does not die in its sleep. Then He holds/restrains the one who He has decreed upon it the death and sends the other (back) to a term appointed/specified. Indeed, in this are signs for a people who reflect."

This knowledge about the taking and returning of souls in relation to the action of sleeping is repeated in {Surah al-An'aam, 6:60}.

Allah further explained that He has assigned Angels who come to the dying person during a stage shortly before their soul leaves its body. The death (of the body) is thus finalised after the Angels have extracted the soul:

قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ

Say: "Shall take you the Angel of death who has been entrusted with you. Then to your Lord you will be returned."

Reference: {Surah Al-Sajda, 32:11}

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَا أَنزَلَ اللَّهُ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ

And who is more unjust/oppressive than who fabricates upon Allah a lie, or said: "Was revealed to me." And was not revealed to him any thing? And who said: "I will descend similar to what Allah sent down". And if you could see when the Zhalimoon are in the agonies/floods of death, and the Angels extend/spread/stretch forth their hands (saying): "Bring out your souls this day. You shall be recompensed/repaid a punishment of humiliation for what you were saying upon Allah other than the truth and you were being arrogant towards His Verses."

Reference: {Surah al-An'aam, 6:93}

This knowledge concerning the Angel of death is also repeated through {Surah al-An'aam, verses 61 to 62}

ENTERING A BARZAKH AFTER DEATH

The soul of the deceased, after having left it's body, is then unable to return to the life of this world but instead it will become enclosed within a barrier until the Day of Resurrection:

حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ

Until when the death comes to one of them, he says: My Lord, return me.

لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

That I may do righteous/good in what I have left. But no! It is only a word that he speaks; and from behind them is a barrier (Arabic: Barzakhun) until the day they are raised/revived/awoken.

Reference: {Surah al-Mumenoon, 23:99-100}:

PUNISHMENT PREPARED FOR THOSE WHO DIE AS DISBELIEVERS

One will find repeated throughout the Qur'aan that Allah has indeed prepared a punishment for the unrighteous and disbelievers, such as in {Surah al-Nisaa, 4:18}:

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

And the repentance is not for those who do the evil deeds, until when approaches/becomes present to one of them the death, he says: "Indeed, I repent now", And nor (for) those who die and they are disbelievers. Those - We have prepared for them a painful punishment.

DOES THIS PUNISHMENT BEGIN WITHIN THE GRAVE?

Through {Surah Ya Seen, 36:51-52} it becomes evident that the punishment prepared in the hereafter does not occur to the soulless body residing within it's grave because after death one will find themselves in a state of sleep, with their soul enclosed within a Barzakh until the Day of Resurrection:

وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ

And shall be blown into the trumpet, when behold! They from the graves shall hasten to their Lord.

قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ

They shall say: O woe to us! Who has raised/awoken us from our sleeping place? This is what the Beneficent promised and the Messengers told the truth.

JUDGEMENT ON THE DAY OF RESURRECTION

It was revealed by Allah through {Surah al-Anbiya, 21:47}:

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

"And We shall put in place the balances/scales of justice/equity for the Day of Resurrection, so no soul shall be wronged in anything. And if there be the weight of a grain of mustard seed, We will come with it, and sufficient with us is reckoning."

Further details about this day are provided through Surah 18:47-49 and Surah 23:101-104.

A COMMON MISCONCEPTION

In trying to establish support for the secondary traditions (Hadith) that endorse a punishment in the grave, the traditionalist scholars have cited verse 46 of Surah al-Ghaafir and interpreted it to imply that Firoun and his followers are presently being subjected to punishment in their graves. However, when one reconciles this verse with the narratives of the Qur'aan in full - in context of the verses directly surrounding it as well as with verses found in other chapters, then it becomes clear that the verse does not give justification for the concept of a punishment in the grave and that the interpretation of the traditionalists which was formed through isolation of a single verse, is but erroneous.

In {Surah Ghaafir, 40:45} Allah revealed in relation to the story of Prophet Musa:

فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ

"So Allah guarded/preserved him (Musa) from what they plotted of evil, and a grievous punishment surrounded Firoun's people."

The punishment mentioned in the above verse is a reference to that which occurred in the life of THIS WORLD as is understood through other verses such as in {Surah al-Zukhruf, 43:55} and {Surah al-Baqarah, 2:50}:

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ

"And when We separated for you the sea, then We saved you and drowned Firoun's people and you were looking/watching."

Therefore, when {Surah Ghaafir, 40:46} commences with a mentioning of the Fire, it is clear that this is a separate reference to events within the Hereafter:

النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ

"The Fire - they shall be presented/shown to it morning and evening, and that day when shall be established the hour/time, Enter Firoun's people to the severest punishment."

However, the Fire (Arabic: al-Naar - النَّار) in the above verse is not a reference to any form of punishment for the deceased Firoun and his people within their graves because:

1️⃣ The unrighteous being presented to and literally shown the Fire of Hell before they are punished within it is a narrative of events that will occur on the Day of Resurrection - not before it - as was repeatedly revealed by Allah and conveyed by the Messenger Muhammad throughout the Qur'aan, such as in {Surah al-Ahqaf, 46:34}:

وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

"And that day those who disbelieve shall be presented/shown to the Fire: Is not this the truth? They shall say: Yes, by our Lord. He will say: Then taste the punishment, with what you used to disbelieve."

And similarly in {Surah al-Kahf, 18:100}:

وَعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَئِذٍ لِّلْكَافِرِينَ عَرْضًا

"And We shall present Jahannam, on that day to the disbelievers on view."

And also in {Surah al-Kahf, 18:53}:

وَرَأَى الْمُجْرِمُونَ النَّارَ فَظَنُّوا أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمْ يَجِدُوا عَنْهَا مَصْرِفًا

"And the Criminals shall see the Fire, then they shall think that they are to fall into it, and not shall they find any (means of) turning away from it ."

And also further mentioned in {Surah al-Ahqaf, 46:20} and {Surah al-Fajr, 89:21-23}.

2️⃣ Considering that the soul of the deceased, after it has departed from the body, enters into a state of sleep without concept of time and without awakening before the Day of Resurrection, the Fire mentioned in {Surah Ghaafir, 40:46} may be a reference to the nightmares which the souls of Firoun's people will experience whilst they are asleep in the Barzakh. This interpretation is significantly better suited with the narratives of the Qur'aan than the concept of a punishment in the grave if يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا is not considered as being in the literal sense.

3️⃣  It is completely illogical to think that a lifeless body (buried within it's grave) would be exposed to punishment before it has been brought back to life or that a soul could literally look at and comprehend something whilst being asleep (within a Barzakh). Any doctrine attempting to argue otherwise is one that is not in accordance with the Book of Allah and thus it is a doctrine entailing falsehood and misguidance.

TagsUnderstanding the Qur'aan

You might like

Punishment of the Grave - Fact or Fiction?

March 19, 2020

The Qur'aan is a Clear and Detailed Guidance for mankind

February 06, 2020

THE MEANING OF AL-HIKMAH

August 29, 2019

Previous PostNext Post

Follow Us

Videos

Devil's Deception of Abu Hurairah

November 23, 2019

Most Popular

WHAT DID THE PROPHET CONVEY?

July 19, 2019

THE MEANING OF AL-HIKMAH

August 29, 2019

Fabricated Hadith Series: Allah Will Not Gather My Ummah Upon Deviation

December 18, 2019

Follow by Email

Get all latest content delivered straight to your inbox.

 

Responsive Advertisement

 

 

 

© 2019 People of Qur'aan | All Rights Reserved | Design by - Blogger Templates



 

About


 

Privacy


 

Terms


 

Contact Us

Thursday, June 18, 2020

Quraisi article on Grave punishment

Sourse link: https://m.facebook.com/story.php?story_fbid=3096135507167077&id=100003119744326
.
ধৰ্মৰ কিছু বিষয়ৰ ওপৰত বিতৰ্ক হোৱাটো নতুন নহয়। প্ৰত্যেকেই নিজৰ নিজৰ বিশ্বাস আৰু মতাদৰ্শ অনুযায়ী ধৰ্মীয় বিষয় সমূহ গ্ৰহণ কৰে। কেতিয়াবা আকৌ সঠিক বিষয়ত অজানিতে ভ্ৰান্তিত লিপ্ত হয়।
ইছলামত মৃত্যুৰ পিছত কবৰত মৃতকৰ ৰূহ বা আত্মাৰ ওপৰত মানুহৰ কৰ্মভেদে সুখ শান্তিৰ বিষয়টো পৱিত্ৰ কুৰআন আৰু হাদীছৰ দ্বাৰা প্ৰমাণিত। কিন্তু মাজে সময়ে একাংশ লোকৰ দ্বাৰা এই বিষয়ে কিছু প্ৰশ্ন উত্থাপিত হোৱা দেখা যায়। এই বিষয়ে আজি গণ অধিকাৰ কাকতত প্ৰকাশিত মোৰ লেখাটো ফেচবুকৰ পাঠক তথা বন্ধুবৰ্গলৈ আগবঢ়োৱা হল। বিতৰ্ক খৰচি মাৰি পঢ়ি সিদ্ধান্ত লোৱাৰ সম্পূৰ্ণ অধিকাৰ আপোনাৰ।

(কিছু পাঠকে ফটোত পঢ়িবলৈ অসুবিধা হোৱা বুলি কৈছে সেয়ে সম্পূৰ্ণ লেখাটো তুলি ধৰা হৈছে __)

কবৰৰ শাস্তি সম্পৰ্কে ভ্ৰান্তি আৰু ইয়াৰ সদুত্তৰ

                          ____মৌলানা নুৰুল আমিন কাছিমী
    
যোৱা ২৯ মে'ৰ "দৈনিক গণ অধিকাৰ "ৰ ধৰ্ম দৰ্শন শিতানত মুছাৰফ হুছেইন নামৰ এজন লেখকে কবৰৰ আজাব সত্য নে কাল্পনিক শিৰোনামৰে লিখা প্ৰবন্ধটোত আমি কে'বাটাও গুৰুত্বপূৰ্ণ কাৰণত একমত হ'ব নোৱাৰিলো। তেখেতে মৌখিক যুক্তিৰে প্ৰতিপন্ন কৰিব খুজিছে যে ইছলাম ধৰ্মৰ গ্ৰন্থ পৱিত্ৰ কোৰআনত কবৰৰ আজাব সম্পৰ্কে কোনো উল্লেখ যিহেতু নাই, গতিকে এয়া এক ভিত্তিহীন কথাহে মাথোন। এয়া তেখেতৰ কোৰআন তথা ইছলাম অধ্যয়নৰ দৈন্যতা বুলিয়েই আমি কব বিচাৰিম।
প্ৰথম কথা, লেখকে ইছলাম ধৰ্মৰ সকলো কথা কেৱল কোৰআনতে আছে বুলি ভাৱিছে। সেইটোৱেই তেওঁৰ মূল ভ্ৰান্তি। ইয়াৰ পূৰ্বেও জনৈক খবিৰুদ্দিন আহমেদ নামৰ এজন ব্যক্তিয়েও কবৰৰ আজাব সত্য নহয় বুলি দৈনিক অগ্ৰদূত কাকতত লেখিছিল। তেওঁৰো ভ্ৰান্তি আমি উক্ত কাকতখনৰ দ্বাৰাই ভংগ কৰিছিলো। এই বিষয়টো যিহেতু এক বিশেষ মতাদৰ্শৰ লোকৰ দ্বাৰাই উত্থাপিত হৈ থাকে। গতিকে এই লেখনিত আমি কবৰৰ আজাব সম্পৰ্কে পূৰ্বৰ আৰু বৰ্তমানৰ সকলো প্ৰশ্নৰ উত্তৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ।

ইছলামৰ মৌলিক বিশ্বাসসমূহৰ ভিতৰত মৃত্যুৰ পাছত একাংশ মানুহৰ ওপৰত কবৰৰ আজাব হোৱাৰ বিষয়টো ইছলামৰ অপৰিহাৰ্য্য বিশ্বাস্য বিষয় ।একাধিক কোৰআনৰ আয়াত তথা নিৰ্ভৰযোগ্য হাদীছৰ দ্বাৰা কবৰৰ আজাবৰ সত্যতা প্ৰমাণিত হৈছে। হুছেইনে যিহেতু কোৰআনত উল্লেখ নাই বুলি ইয়াক নস্যাৎ কৰিছে। আমি কোৰআনৰ পৰাও ইয়াক প্ৰমাণ কৰিম। তাৰ আগতে বুখাৰী শ্বৰীফৰ পৰা এটা নিৰ্ভৰযোগ্য হাদীছ লৈ লওঁ।
ইমাম বুখাৰী ৰঃ এ. নিজৰ ছহীহ বুখাৰীত "আজাবুল কবৰ" নামৰ এটা অধ্যায় প্ৰতিষ্ঠা কৰি হাদীছ বৰ্ণনা কৰিছে যে,  হজৰত আনাচ ৰাঃ ৰ পৰা বৰ্ণিত  আছে যে ৰাছুলুল্লাহ ছঃ এ কৈছে - বান্দাক যেতিয়া কবৰত ৰখা হয় আৰু তাৰ লগৰ মানুহবোৰ তেওঁৰ (কবৰৰ ওচৰৰ) পৰা আঁতৰি যায়, তেওঁ সেইসকলৰ জুতাৰ শব্দ শুনা পায়। তেতিয়া দুজন ফিৰিস্তা আহে আৰু তেওঁক সোধে - তুমি সেই মানুহজন অৰ্থাৎ মোহাম্মদৰ বিষয়ে কি কৈছিলা?
যদি তেওঁ মুছলমান হয় তেতিয়া কয় - মই সাক্ষী দিছোঁ যে তেওঁ আল্লাহৰ বান্দা আৰু তেওঁৰ ৰাছুল। তেতিয়া তেওঁক কোৱা হয়, তোমাৰ স্থান দোজখত আছিল কিন্তু আল্লাহে ইয়াৰ বাবে তোমাৰ স্থান জান্নাতত প্ৰদান কৰিছে। তেওঁ জান্নাত আৰু দোজখ উভয়কে প্ৰত্যক্ষ কৰে। তাৰ পাছত উল্লেখ কৰা হৈছে -যদি মৃত ব্যক্তি মুনাফিক বা কাফিৰ হয় তেন্তে তেওঁক কোৱা হয় - তুমি সেই ব্যক্তিজনৰ বিষয়ে কি কৈছিলা? তেতিয়া তেওঁ কয়-মই এই বিষয়ে একো নাজানোঁ। মানুহে যি কৈছিল ময়ো তাকে কৈছিলোঁ। তেতিয়া তেওঁক কোৱা হ'ব তুমি একো জনা বা পঢ়া নাছিলানে? আৰু তেওঁক প্ৰহাৰ কৰা হ'ব লোহাৰ হাতুৰীৰে। তেওঁ চিঞৰিব। সেই চিঞৰ "চাকলাইন" (মানৱ আৰু জিন)ৰ বাহিৰে সকলো জীৱ-জন্তুয়ে শুনা পাব।
(বুখাৰী পৃঃ ১৮৪ মূল গ্ৰন্থ আৰবী)
এই একেটা বিষয়বস্তুকে মুছলিম শ্বৰীফৰ পৰা তুলি ধৰি হাদীছটোত থকা ৱহী শব্দটোক লৈ (যিহেতু সেইটো ওপৰত উল্লিখিত বুখাৰী শ্বৰীফৰ হাদীটোত নাই) সেয়েহে হাদীছ দুটিৰ ভিন্নতাক লৈ খবিৰুদ্দিন আহমেদ নামৰ ব্যক্তিজনে কবৰৰ আজাবৰ সত্যতাক নস্যাৎ কৰাৰ প্ৰচেষ্টা কৰিছিল ।
এতিয়া যদি ছহীহ বোখাৰীৰ এই হাদীছ বোৰ ইছলাম ধৰ্ম আৰু ধৰ্মীয় বিশ্বাসৰ অংশ নহয় বুলি কোনোবাই কয় তেন্তে সেয়া তেওঁৰ ব্যক্তিগত কথা।

এই কথা কাৰো অবিদিত নহয় যে ৱহী দুই প্ৰকাৰৰ
১)ৱহী এ মতলু অৰ্থাৎ যি ৱহী বা ঐশ্বীবাণী ৰাছুলুল্লাহ ছঃ ৰ ওপৰত প্ৰত্যক্ষভাৱে পঠিত হৈছে।
২)ৱহী এ গায়ৰ মতলু অৰ্থাৎ যিবোৰ ৱহী  বা ঐশ্বীবাণী ৰাছুলুল্লাহ ছঃ ৰ ওপৰত প্ৰত্যক্ষভাৱে পঠিত হোৱা নাই বৰঞ্চ তেওঁৰ অন্তৰত প্ৰেৰণ কৰা হৈছে।
ইয়াৰ প্ৰথম বিধ কোৰআন আৰু দ্বিতীয় বিধ ছুন্নত বা হাদীছৰ ৰূপত সংৰক্ষিত।
কোৰআন পাকত এই বিষয়ে আল্লাহ তাআ'লাই কৈছে - তেওঁ নিজৰ ইচ্ছামতে একোকে নকয়, নিশ্চয় এয়া ৱহী যিবোৰ তেওঁৰ ওপৰত প্ৰত্যাদেশিত  কৰা হয় (চূৰা নজম)
বুজা গল হাদীছসমূহো ৰাছুলুল্লাহ ছঃ এ
ৱহীপ্ৰাপ্ত হৈহে মানুহৰ ওচৰত বৰ্ণনা কৰে। থাকিল মুছলিমত  বৰ্ণিত হাদীছৰ উক্ত ৱহী শব্দটো বুখাৰীয়ে বৰ্ণনা কৰা হাদীছটিত নাই কিয়? তাৰ উত্তৰ হ'ল এয়া ৰাৱী বা বৰ্ণনাকাৰীৰ বৰ্ণনাৰ ভিন্নতা। এই ক্ষেত্ৰত হাদীছৰ ৰীতি হ'ল-একেটা বিষয়ৰ সমৰ্থিত হাদীছ যদি অন্য ৰাৱীৰ দ্বাৰা বৰ্ণিত হয় তেন্তে তেনেধৰণৰ হাদীছ গ্ৰহণযোগ্য হয় ।গতিকে এটা শব্দ উল্লিখিত হোৱা-নোহোৱাৰ দ্বাৰা ৰাছুলুল্লাহৰ উক্ত সমস্ত বাণী মিছা বুলি কোৱাটো কোনোপধ্যে গ্ৰহণযোগ্য কথা হ'ব নোৱাৰে।
কোৰআনত কবৰৰ আজাবৰ দলিল শ্বৰীয়তৰ ভিত্তি চাৰিটা বস্তুৰ ওপৰত প্ৰতিষ্ঠিত।
১)কোৰআন।
২)ছুন্নাহ অৰ্থাৎ আহাদীছ ।
৩)ইজমা আৰু
৪)কিয়াছ
একাংশ মুছলমানে ইজমা আৰু চুন্নাহ শ্বৰীয়তৰ ভেটি হোৱাৰ ক্ষেত্ৰত কাৰো মতভেদ নাই। ওপৰত আমি কবৰৰ আজাব সত্য হোৱা সন্দৰ্ভত দুটি চুন্নাহ অৰ্থাৎ নিৰ্ভৰযোগ্য হাদীছ দাঙি ধৰিলোঁ। ইয়াৰ পৰা কবৰৰ আজাব সন্দৰ্ভত কোৰআনৰ আয়াত উল্লেখ কৰা হ'ব ইনশ্বাআল্লাহ।
পৱিত্ৰ কোৰআনৰ চূৰা মু'মিন আয়াত নম্বৰ ৪৬ ত আল্লাহ তাআ'লাই ফেৰাউনৰ বংশধৰৰ শাস্তিৰ কথা উল্লেখ কৰি কৈছে - "আন্নাৰু ইউ ৰাজুনা আলাইহা গ্বুদুওৱাওঁ ৱা আ'শ্বিয়া" সেইসকলক জুইৰ দ্বাৰা শাস্তি প্ৰদান কৰা হ'ব পুৱা আৰু গধূলি আৰু যিদিনা কিয়ামত সংঘটিত হব। সেইদিনা ফেৰাউনৰ বংশধৰ সকলক কঠিন আজাবত প্ৰৱেশ কৰোৱা হ'ব।
এই আয়াতত পুৱা আৰু গধূলিৰ অৰ্থ হ'ল মানুহৰ মৃত্যুৰ পাছৰ জীৱন অৰ্থাৎ আলমে বৰজখৰ পুৱা আৰু গধূলি। যিহেতু কিয়ামতৰ শাস্তিৰ কথাটো পৃথকভাৱে উল্লেখ কৰিছে। আয়াতৰ অৰ্থ হল ফেৰাউনৰ বংশধৰ সকলক কবৰত পুৱা গধূলি শাস্তি দিয়া হব। তদুপৰি যিদিনা কিয়ামত সংঘটিত হব সেইদিনা ফিৰিস্তা সকলক কোৱা হব সিহঁতক কঠোৰ শাস্তি প্ৰদান কৰা। ইমাম বুখাৰী ৰঃ এ এওঁ নিজৰ গ্ৰন্থত কবৰৰ আজাব বিষয়ক অধ্যায় আৰম্ভ কৰি এই বিষয়টোৰ দলিল স্বৰূপে এই আয়াতটো উল্লেখ কৰিছে।
কোৰআনৰ আন এঠাইত আল্লাহ তাআ'লাই কৈছে আমি সিহঁতক দুইবাৰ শাস্তি বিহিম, আকৌ সিঁহতক ডাঙৰ শাস্তিত লিপ্ত কৰোৱা হ'ব (চূৰা তৌবাহ, আয়াত ১০১)তফ্ছিৰকাৰ ত্ববাৰী ৰঃ এ দুইবাৰ শব্দৰ ব্যাখ্যা সন্দৰ্ভত লিখিছে ইয়াৰ অৰ্থ হৈছে দুনিয়াত প্ৰদান কৰা বিভিন্ন শাস্তি আৰু কবৰৰ শাস্তি। যিহেতু কিয়ামতৰ শাস্তিৰ বিষয়ে পৃথকভাৱে পুনৰ উল্লেখ কৰা হৈছে (হাশ্বিয়া আল বুখাৰী পৃঃ ১৮৩)
ইমাম বুখাৰী ৰঃ এ উক্ত আয়াতসমূহ এই অধ্যায়ৰ আৰম্ভণিতে উল্লেখ কৰি এইবোৰ কবৰৰ আজাব সন্দৰ্ভত অৱতীৰ্ণ হোৱা বুলি যুক্তি দাঙি ধৰিছে।
গতিকে লেখকে কবৰৰ আজাব সন্দৰ্ভত কোনো আয়াত অৱতীৰ্ণ হোৱা নাই বোলা কথাষাৰ শুদ্ধ নহয়।
এজন লেখকে আকৌ প্ৰশ্ন কৰিছিল যে, কবৰৰ আজাব যদি সত্য হয়, তেন্তে বহুত জাতিয়েতো কবৰেই নিদিয়ে, পুৰি পেলায় বা পানীত পেলাই দিয়ে, তেওঁলোকৰ কবৰৰ শাস্তি বাৰু তেনেকুৱা হ'ব? ইয়াৰ উত্তৰ হ'ল যিটো গাঁতত আমি মৃত ব্যক্তিজনক পুতি থওঁ সেই গাঁতটোক সাধাৰণতে কবৰ বুলি কওঁ যদিও কোৰআন আৰু হাদীছত কবৰৰ যি শাস্তিৰ কথা উল্লেখিত হৈছে প্ৰকৃততে এই শান্তিৰ অৰ্থ হ'ল কবৰৰ জীৱন বা মৃত্যুৰ পাছৰ জীৱনৰ শাস্তি। ইছলামী বিশ্বাস মতে মানুহৰ তিনিখন জগত, জীৱন বা আলম থাকে।
১)আলমে দুনিয়া বা পাৰ্থিৱ জীৱন।
২)আলমে বৰজখ বা মৃত্যুৰ পাছৰ জীৱন আৰু কিয়ামতৰ পূৰ্বৰ জীৱন।

৩) আলমে আখীৰাত বা কিয়ামত আৰু তাৰ পৰৱৰ্তী জীৱন। কোৰআনত আহিছে "মানুহৰ মৃত্যু আহিলে কয়, মোক এৰি দিয়ক মই ভাল কৰ্ম কৰি আহিম। কেতিয়াও নহয় এইটো তাৰ কোৱা কথাহে আৰু তাৰ পাছত বৰজখৰ, জীৱন থাকে (পৃথিৱীৰ পৰা পৰ্দা থাকে) কিয়ামতৰ দিনলৈকে" । (চূৰা মু'মিনুন আয়াত নম্বৰ ১০০)
আহমেদ নামৰ লেখকগৰাকীয়ে চূৰা নাজিয়াৰ আয়াতত ফিৰিস্তা সকলে মানুহৰ ৰূহ কেৱল ইল্লিন  আৰু ছিজ্জিনলৈ লৈ যায় বুলি বন্ধনীৰ মাজত কৰা ব্যাখ্যা শুদ্ধ নহয়।
" জালালাইন" প্ৰমূখ্যে  ব্যাখ্যা গ্ৰন্থ সমূহত ফিৰিস্তাই ৰূহবোৰ বেহেস্ত বা দোজখলৈ লৈ যায় বুলিহে ব্যাখ্যা কৰিছে। (তফ্ছিৰ জালালাইন পৃঃ ৪৮৮)। ইল্লিন আৰু ছিজ্জিন কি এই সন্দৰ্ভত কোৰআনত স্পষ্টভাৱে উল্লেখ আছে - " নিশ্চয় পাপী বিলাকৰ আমল নামা ছিজ্জিনত আছে। জানানে ছিজ্জিন কি?
এখন লিখিত কিতাপ (চূৰা তাতফীফ আয়াত ৭,৮,৯) ।পুনৰ একেটা চূৰাতে কৈছে পূণ্যবান সকলৰ আমলনামা ইল্লিনত আছে। তোমালোকে জানানে ইল্লিন কি?
এখন লিখিত কিতাপ (তাখফীফ ১৬,১৭,১৮) কোৰআনত ইল্লিন আৰু ছিজ্জিন দুখন লিখিত কিতাপ বুলি কোৱা হৈছে। লেখকে কোৱাৰ দৰে ফিৰিস্তা সকলৰ তত্বাৱধানত ৰখা তলাবদ্ধ কুৱা নহয়।
মানুহৰ শৰীৰৰ পৰা ৰূহ ওলাই যোৱাৰ পাছত শৰীৰটো জ্বলাই দিলেওবা পানীত পেলাই দিলেও আল্লাহে ইয়াক একত্ৰিত কৰাত সক্ষম। এনেবোৰ প্ৰশ্নই ৰাচুল (দঃ)-ক সেই সময়ৰ বিধৰ্মীসকলেও কৰিছিল। পবিত্ৰ কোৰান পাকত সেই বিষয় সন্দৰ্ভত হজৰত ইব্ৰাহীম (আঃ) এ আল্লাহৰ প্ৰতি কৰা প্ৰশ্ন আৰু তাৰ উত্তৰৰ উল্লেখ কৰা হৈছে। এবাৰ হজৰত ইব্ৰাহীম (আঃ) এ আল্লাহ তায়ালাক ক'লে, 'হে মোৰ প্ৰতিপালক! আপুনি কিদৰে মৃতসকলক জীৱিত কৰিব মোক দেখুওৱাক। তেওঁ (আল্লাহে) ক'লে তোমাৰ বিশ্বাস হোৱা নাই নেকি? ইব্ৰাহীমে ক'লে নিশ্চয় হৈছে, তথাপিও ইয়াক প্ৰত্যক্ষ কৰি মোৰ মনটো শান্ত কৰিব বিচাৰো। ক'লে, চাৰিটা উৰন্ত পক্ষী ধৰি আনা আৰু সিহঁতক পোহ মনাই লোৱা তাৰ পাছত সিহঁতৰ দেহৰ প্ৰতিটো টুকুৰাৰ একোখনকৈ পাহাৰত থৈ আহা। তাৰ পাছত সিহঁতক মাত দিয়া সিহঁত তোমাৰ ওচৰলৈ দৌৰি আহিব।' জানি লোৱা আল্লাহ তাআলা সৰ্বশক্তিমান মহাজ্ঞানী। (ছুৰাঃ বাকাৰা, আয়াত ২৬০)

বুজা গ'ল মৃত্যুৰ পাছত জীৱৰ দেহ যি অৱস্থাতে নাথাকক কিয় ই পুৰি ছাই হৈ গ'লেও পানীত বুৰি গ'লেও আল্লাহে সেইবোৰ একত্ৰিত কৰি পুনৰ আগৰ অৱস্থালৈ ঘূৰাই অনাত ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শ্বাইইন কাদিৰ…মুছলমান হিচাপে অন্ততঃ আমি এইখিনি বিশ্বাস ৰখা দৰকাৰ।
    মৃত্যুৰ পাছত কবৰত আজাব হোৱাটো সত্য হক্ব। আয়াতৰ উপৰি চহীহ হাদীছসমূহত এই সন্দৰ্ভত স্পষ্টভাৱে বৰ্ণনা কৰা হৈছে। আমি পুনৰ এই সন্দৰ্ভত এটি স্পষ্ট আয়াত সমৰ্থিত হাদীছ বৰ্ণনা কৰি সামৰিব বিচাৰিছো। 'আন্নাৰু য়ু'ৰাজুনা আলাইহা গ্বুদুৱৱাওঁ ৱা আশ্বিয়্যা' কবৰৰ আজাব সন্দৰ্ভত অৱতীৰ্ণ হৈছে। ইয়াৰ সমৰ্থনত ইমাম বুখাৰীয়ে হাদিছো বৰ্ণনা কৰিছে-- ইমাম বুখাৰীয়ে মৃত ব্যক্তিক তেওঁৰ পৰৱৰ্তী হ'বলগা ঠিকনা পুৱা আৰু গধূলি দেখুৱাই থকা বুলি ইমাম মালিক, নাফে আৰু তেওঁ ইবনে ওমৰৰ পৰা বৰ্ণনা কৰিছে যে ৰছুলুল্লাহ (ছঃ) এ কৈছে যেতিয়া তোমালোকৰ কোনোবা মৃত্যু হয় তেওঁৰ পৰৱৰ্তী হ'বলগা স্থানটোক তেওঁৰ আগত পুৱা আৰু গধূলি দাঙি ধৰা হয়। যদি তেওঁ জান্নাতবাসী হোৱাৰ উপযুক্ত হয় তেন্তে জান্নাত আৰু দোজখবাসী হয় তেন্তে দোজখক উপস্থাপন কৰি কোৱা হয়-- এয়া তোমাৰ ঠিকনা। কিয়ামতৰ দিনা পুনৰুত্থান  হোৱালৈকে তেওঁক এইদৰে দেখুৱাই থকা হয়। (বুখাৰী প্ৰথম খণ্ড পৃঃ ১৮৪)
     হুছেইন চাহাবে প্ৰশ্ন কৰিছে যে, তেওঁ যদি এহেজাৰ বছৰ আগতে মৃত্যু হয় আৰু আন এজন এহেজাৰ বছৰ পিছত মৃত্যু হয় তেন্তে দুয়োজনৰ শাস্তি কম বেছি কিয় হব? ইয়াৰ উত্তৰ কোৰআনতে দিয়া হৈছে যে কাৰো ওপৰত অনাহকত কোনো জুলুম কৰা নহয় (কোৰআন, ছুৰা নিচা আয়াত ৪০,চুৰা কহফ আয়াত ৪৯.) আল্লাহৰ এই বাণীত তেওঁৰ বিশ্বাস আছে নে নাই সেয়াহে বিচাৰ্যৰ বিষয়!

এতিয়া এজন পাপী ব্যক্তি যি জাহান্নামৰ উপযুক্ত হয় কৱৰত তেওঁৰ এই পৰিস্থিতিটো এক সহিব নোৱাৰা আজাব নহয় যদি কি? গতিকে কবৰৰ আজাব শ্বাশত সত্যতা কোৰান আৰু ছুন্নত সমূহৰ দ্ধাৰা প্ৰমাণিত। এয়া সকলো মুছলমানৰে এক অটল ধৰ্মীয় বিশ্বাস।
                                 
ফোন :৯৪৩৫২৬০৮৩৬

Sunday, June 14, 2020

Death before and after

মৃত্যুর আগে ও পরেঃ

একটি জীবকে মৃত্যুর পর পুনঃ জীবিত করা হচ্ছে (৩১ঃ২৮)। এই আয়াতে ‘বায়াছা’ শব্দ এসেছে, যার অর্থ ‘পুনঃ জীবিত করা’ (আরবী অভিধান পৃষ্ঠা নং- ৭০৩)। সূরা বাকারার ৫৬ নং আয়াতে বায়াছা শব্দের অর্থ পুনঃ জীবিত করা এই অর্থ করা হয়েছে। একটি জীব মৃত্যুর পর পুনঃ জীবিত হয়ে পুনরায় আর একটি জীব দেহ প্রাপ্ত হচ্ছে। ক্রমে ক্রমে সে উন্নত জীব দেহ প্রাপ্ত হচ্ছে। এইভাবে দীর্ঘ সময় চলতে থাকবে (৬ঃ৯৮)। অর্থাৎ একটি নির্ধারিত কাল পর্যন্ত এভাবে চলবে (৬ঃ২)। একটি জীবকে আকৃতি দান করা হয় পরিশেষে তাকে উত্তম আকৃতি দান করা হয় (৪০ঃ৬৪) (৬৪ঃ৩)। অর্থাৎ ঐ জীবআত্মা মানব দেহ প্রাপ্ত হচ্ছে অতঃপর মৃত্যুর পর তাকে একই ভাবে পুনঃ জীবিত করা হচ্ছে (৬ঃ৩৬)। কারণ একটি জীবের পুনঃ জীবিত করণ প্রক্রিয়া ও একটি মানুষের পুনঃ জীবিত করণ প্রক্রিয়া একই রূপ (৩১ঃ২৮)। আর সমস্ত জীবআত্মা একই সময়ে তৈরী করা হয়েছে (৩২ঃ৪)। সৃষ্টির প্রক্রিয়াগতভাবে একটি জীবআত্মা মানব আকৃতি প্রাপ্ত হচ্ছে, ঠিক তদ্রুপভাবে একটি মানব আবার কর্মদোষে সে জীব আকৃতি প্রাপ্ত হচ্ছে (৫ঃ৬০)। আর এটা এই জন্য সম্ভব হচ্ছে যে, একটি জীবের সৃষ্টি ও একটি মানুষের সৃষ্টি প্রক্রিয়া একই রকম (৩১ঃ২৮) এই ভাবে একটি জীবআত্মা জন্ম-মৃত্যুর মাধ্যমে জন্ম-জন্মান্তরে চলমান থেকে নিম্ন থেকে উন্নত আকৃতির দিকে চলবে আবার মানব আকৃতি প্রাপ্তির পরে কর্মদোষে সে নিম্ন আকৃতি প্রাপ্ত হবে এই মর্মে আল্লাহ বলেন “তোমাকে উত্তম আকৃতি দান করি (৯৫ঃ৪) আবার নিম্নস্তরে নামাইয়া দেওয়া হবে (৯৫ঃ৫)। এইভাবে চলবে রোজ কিয়ামত পর্যন্ত। একটি মানুষকে হাশরের দিন প্রভুর সম্মুখীন হতে হবে (২২ঃ৭)। তখন সকল জীবই প্রভুর কাছে একত্রিত হবে (৬ঃ৩৮)। আকাশ ও পৃথিবী তৈয়ার করার সময় এই দুইয়ের মধ্যস্থিত সমুদয় কিছুই তৈয়ার করা হয়েছে (৩২ঃ৪)। এই আয়াত অনুসারে জীব জগতও তখনই তৈয়ার করা হয়েছে। আর ঠিক তখনই মানুষও তৈরি করা হয়েছে এটাও নিশ্চিত। একটি জীব যখন পানি দ্বারা তৈরি করা হয়েছে (২৪ঃ৪৫) আবার একটি মানুষকেও পানি দ্বারা তৈরি করা হয়েছে। (২৫ঃ৫৪)। ঠিক একটি মানুষের যেমন আল্লাহ বুদ্ধি দিয়েছে, ঠিক একটি জীবকে তথা পশু-পাখিকেও বুদ্ধি দিয়েছেন (২৭ঃ২২)। মানুষের যেমন ভাষা আছে, তেমনই জীবেরও ভাষা আছে মনের ভাব প্রকাশ করার জন্য (২৭ঃ১৬)। আবার বনি আদমের বংশধরকে সৃষ্টি করে আকৃতি দান করে (৭ঃ১১)। অতঃপর তাদের কাছথেকে স্বীকারউক্তি নিয়েছিল (৭ঃ১৭২) আর সেই স্বীকারোক্তি নেওয়ার পর থেকেই এই আত্মাগুলি জীব জগত হিসাবে পৃথিবীতে চলমান আছে। যেহেতু একটি জীবের সৃষ্টি প্রক্রিয়া ও মানুষের সৃষ্টি প্রক্রিয়া একই রকম (৩১ঃ২৮)। আর তাই বলা যায় যে, এক একটি মানুষ এক একটি জীব থেকে তৈরি করা হয়েছে (৬ঃ৯৮) (৭ঃ১৮৯) (৩৯ঃ৬)। অর্থাৎ মানবআত্মার আদি অবস্থান ছিল জীবআত্মা। যেখানে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। জীবআত্মা তথা মানবাত্মাগুলিকে প্রথমে পানি দিয়ে সৃষ্টি করে কতককে বুকে ভর দিয়ে চলার আকৃতি দান করে, আবার কতককে দুই পায়ে চলার আকৃতি দান করে, আবার কতককে চার পায়ে চলার আকৃতি দান করে (২৪ঃ৪৫)। এইভাবে দীর্ঘকাল অতিবাহিত হয় (৬ঃ৯৮)। অতঃপর এই আত্মাগুলি উত্তম আকৃতি তথা মানব আকৃতি প্রাপ্ত হয়। আর তখনই তাদের পরিচয় হয় মানব বলে। তার আগে তারা জীব আত্মা বা জীবজগত হিসেবে পরিচিত ছিল। আসলে ভূ-পৃষ্ঠের সকল জীবই মানব আত্মার সুপ্ত অবস্থা। এই মর্মে আল্লাহ বলেন, ‘ভূ-পৃষ্ঠে বিচরণশীল সকল জীবই মানুষের উপমা’ (৬ঃ৩৮)। আর তাই বলা যায় যে, এক একটি মানুষ এক একটি জীব থেকে তৈরি করা হয়েছে (৬ঃ৯৮) (৭ঃ১৮৯) (৩৯ঃ৬)। তাহলে দেখা যায় জীবআত্মা জন্ম জন্মান্তরে দীর্ঘ কষ্টের পরে মানব আকৃতি প্রাপ্ত হয়। এই মর্মে আল্লাহ বলেন ‘মানুষকে অতি কষ্টের মাধ্যমে'তৈরি করা হয়েছে’ (৯০ঃ৪) আর একটি জীবআত্মা যখন মানব আকৃতি প্রাপ্ত হয়, তখন তার দেহ মানব আকৃতি হলেও কিন্তু তার স্বভাব থাকে জীবের মতই (৭ঃ১৭৯) (৮ঃ২২)। আর তাই আল্লাহ এদের কাছে রসূল পাঠায় এদের সংশোধন করার জন্য (৭ঃ৩৫)। যেন তারা রসূলের মাধ্যমে নিজেকে পবিত্র করতে পারে (২ঃ১৫১)। তখন যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তখন তারা উন্নত জীবন লাভ করে, ফলে ওদের মৃত্যুর পর পুনঃ জীবিত করে মানুষের মাঝে চলার জন্য তাদের জ্ঞানের আলো দান করা হয় (৬ঃ১২২)। তখন তাদের পূর্বের আকৃতির স্থলে তাদের পূর্বের আকৃতি সাদৃশ্য আকৃতিতে সৃষ্টি করা হয় (৫৬ঃ৬১)। অর্থাৎ তারা পূর্বের ন্যায় মানব আকৃতিই প্রাপ্ত হয় কিন্ত অন্য চেহারায়। এইভাবে তাদের কর্ম অনুযায়ী তাদেরকে মর্যাদা দান করা হয় (৪৬ঃ১৯)। এইভাবে তাদেরকে উত্তম আকৃতি দান করা হয় (৯৫ঃ৪) আর যারা মানব আকৃতি পাওয়ার পরও রসূলকে বিশ্বাস করল না। ফলে উহাদের প্রতি লানত হল, এবং আল্লাহ তাদের প্রতি ক্রোধাম্বিত হইল, ফলে উহাদেরকে বানর ও শুকর করা হবে (৫ঃ৬০) (২ঃ৬৫) (৭ঃ১৬৬)। তাহলে দেখা গেল হারাম কর্ম করার ফলে একজনকে মানব স্তর থেকে নিম্ন স্তরে অর্থাৎ বানর ও শুকর স্তরে নামাইয়া দেওয়া হয়। আবার একটি জীব মানব স্তর লাভ করতে পারে এইজন্য যে, একটি জীবের সৃষ্টি প্রক্রিয়া একটি মানব সৃষ্টি প্রক্রিয়ারই অনুরূপ (৩১ঃ২৮)। একই ভাবে একটি জীব থেকে যখন একটি মানব তৈরি তখন একটি মানবাত্মা কর্মদোষে জীবদেহে যেতে পারে। এইজন্য যে, আল্লাহ আদিতে জীব সৃষ্টি করেন অতঃপর বার বার পুনরাবৃত্তি ঘটান এবং উহাদের আকাশ ও পৃথিবী থেকে জীবন উপকরণ দান করেন (২৭ঃ৬৪)। কারণ যারা প্রথম বার ঈমান অর্জন করে নাই, পুনরায় তাদের অবস্থার পরিবর্তন করিয়া পুনর্বার পূর্ব অবস্থানে ফিরিয়ে দিবে (৬ঃ১১০)। অর্থাৎ প্রথম বারের মত তাকে সৃষ্টি করে ফিরিয়ে আনা হবে (৭ঃ২৯)।  আর এইগুলি আল্লাহর জন্য সহজ এই জন্য যে, তিনি যখন যথাবিধি কিছু সৃষ্টিকালে হও বলে আর তখনই উহা হইয়া যায় (৬ঃ৭৩)। আর এটা সত্য যে, তিনি মৃত্যু ঘটান আর মৃত্যকে জীবিত করেন (৬ঃ৯৫)। তিনি ত মৃত কে জীবিত কালে লিখিয়া রাখেন যাহা উহার অগ্রে প্রেরণ করে এবং যাহা উহার পশ্চাতে রাখিয়া যায় (৩৬ঃ১২)। এইভাবে তাকে দুই বার পারিশ্রমিক প্রদান করা হয় যাতে সে ধৈর্য্য ও ভাল কর্মের দ্বারা তার মন্দ কর্মকে মোকাবেলা করতে পারে (২৮ঃ৫৪)। এই লক্ষে জীবন থেকে মৃত্যু আর মৃত্যু থেকে জীবিত আবার মৃত্যু ঘটাবেন, আবার পুনরায় জীবন্ত করিবেন, পরিশেষে প্রভুর দিকে ফিরিয়ে আনা হবে (২ঃ২৮)। এইভাবে দুই বার বা ততোধিক বার মৃত্যু ততোধিক বার জীবন দেওয়া হবে (৪০ঃ১১)। এইভাবে তিনি প্রথমে সৃষ্টিকে অস্থিত্বে আনেন পরি পুনরাবর্তন ঘটান (১০ঃ৪) (৮৫ঃ১৩)। এইভাবে আল্লাহ আদিতে সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি উহার পুনরাবৃত্তি ঘটান, অতঃপর তাকে প্রভুর নিকট প্রত্যানিত করেন (৩০ঃ১১)। আর জন্ম মৃত্যুর এই পদ্ধতির বাইরে যাওয়া কারো কোন সুযোগ নেই (৬ঃ৯৫)। আর এই সকল আল্লাহর জন্য খুবই সহজ (৩০ঃ২৭)। তাহলে দেখা গেল সকল জীবআত্মাই মানবাত্মা এতে কোন সন্দেহ নেই। আর তাই পৃথিবী সৃষ্টির প্রাক্কালে বনি আদমের পরবর্র্তী বংশধর তথা জীবআত্মাগুলিকে সৃষ্টি করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল (৭ঃ১৭২)। আর তাই সেই থেকেই জীবআত্মা তথা মানব আত্মাগুলি জন্ম-জন্তান্তরে দেহ থেকে দেহান্তরে চলমান থাকিয়া বর্তমান মানব জনম পর্যন্ত আসিয়াছে বিধায় এটা নিঃসন্দেহে সত্য যে, জন্মের পূর্বে মানুষ কোন না কোন জীবদেহে ছিল যেটাকে বর্তমান জনম থেকে আড়াল করা হয়েছে। (২৩ঃ১০০)। এই আয়াতে বরযখ শব্দ এসেছে, তার অর্থ আড়াল বা প্রতিবন্ধকতা। (আঃ অভিঃ পৃ. নং-৬৭১) এখানে উল্লেখ্য যে, জীব জগতটা সমস্তই মানব আত্মার বিচরণ এই জন্য যে, হায়ান এর আত্মা বলে কোন আত্মা তৈয়ার করা হয় নাই। কারণ হায়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার বা জন্তু (আরবী অভিধান পৃ. নং-১২২৬) সেক্ষেত্রে কোরআনে যখন হায়ানের আত্মা সৃষ্টি সম্পর্কে কোন আয়াত নেই, তাহলে সকল জীবআত্মাই মানবাত্মা এতে কোন সন্দেহ নেই। আর তাই বলা যায় যে, মানুষ জন্মের আগে অন্য কোন না কোন মানব দেহে বা অন্য কোন জীব দেহে ছিল, আর তাই বনি আদমদের পরবর্তী সন্তানদের স্বীকারোক্তি নেওয়ার পর থেকে সেই আত্মাগুলি জীব জগত হিসেবে বিচরণ করে আসছে। পরিশেষে মানব দেহে এসে প্রকাশ হচ্ছে মানব রূপে। আবার কর্মদোষে কেহবা নিন্মগামী হচ্ছে বা জীবজগতে চলে যাচ্ছে। এই মর্মে আল্লাহ বলেন, মানবকে উক্তম আকৃতি দান করি (৯৫ঃ৪) আবার তাকে নিম্নস্তরে বা হীনতাগ্রস্থদের হীনতায় পরিণত করি (৯৫ঃ৫)। এই আয়াতে প্রমাণ হয় উত্তম ও অধম সবই মানব আত্মা। যার ফলে কর্মদোষে কেউ বা অন্ধ কেউবা বোবা, কেউবা ন্যাংড়া, কেউবা অপূর্ণাঙ্গ, কেউবা হত দরিদ্র, কেউবা পূর্ণাঙ্গ, কেউবা ধনী, কেউবা অসুখী, কেউবা সুখী এই সবই হচ্ছে তার পূর্ব জনমের কর্মের ফলে। কারণ পৃথিবীতে মানুষের যত অকল্যাণ হয় তা তার নিজ কর্মদোষে হয়ে থাকে (৪ঃ৭৯)। কারণ আল্লাহ কাহারো উপর জুলুম করেন না (১৮ঃ৪৯) (১৬ঃ৩৩)্। অনেকে প্রশ্ন করতে পারে যে, মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে (৩৮ঃ৭১) কিন্তু জীব আত্মাকে পানি দিয়ে তৈরী করা হয়েছে (২৪ঃ৪৫)। মাটি দিয়ে মানুষের দেহ তৈরী করা হয়েছে, কিন্তু আত্মাতো মাটি দিয়ে তৈরি নহে, কারণ সকল আত্মাই একই উপাদানে তৈরী, সেটা হচ্ছে পানি (২৪ঃ৪৫)। আর তাই বলা হয়েছে মানুষকে পানি দিয়ে তৈরি করা হয়েছে (২৫ঃ৫৪)। মানব দেহ তৈরি সূত্রপাত মাটি দিয়ে, পরিশেষে কিন্ত তা তরল পদার্থের নির্যাস থেকে তৈরির কথা বলা হয়েছে (৩২ঃ৮)। এখানে উল্লেখ্য যে, আল্লাহ সৃষ্টি জগতে তিনটি সম্প্রদায়ে সৃষ্টি করেছে। ফেরেস্তা, জ্বীন ও জীবআত্মা তথা মানবাত্মা। ফেরেস্তার আত্মা নূর থেকে, আর জ্বীনদের আত্মা আগুন থেকে তৈরী (৭ঃ১২) আর জীব আত্মা পানি দিয়ে তৈরী (২৪ঃ৪৫)্ জীবআত্মা তথা মানবাত্মা পানি দিয়ে তৈরী (২৫ঃ৫৪)। তবে এই জীবআত্মা বা মানবআত্মাই হচ্ছে একটি জাতি বা সম্প্রদায়। কিন্তু এর অনেকগুলি প্রজাতি আছে, যেমন আনআম (গরু, ছাগল, মহিষ, হরিণ ইত্যাদি) একটি প্রজাতি, বানর শুকর এরাও প্রজাতি, বিহঙ্গকুল যাহা উড্ডীয়মান এরাও একটি প্রজাতি, তবে সবাই জীবআত্মা, এদের সবারই শেষ বা চূড়ান্ত বিকাশ হচ্ছে মানব রূপে। আর তাই সকল জীবআত্মাকে প্রভুর দিকে একত্রিত করা হবে (৬ঃ৩৮) (৩৮ঃ১৯)। অর্থাৎ আকাশ মন্ডলী ও পৃথিবীতে এমন কেহ নেই যে, দয়াময়ের নিকট বান্দারূপে বা তথা মানব রূপে উপস্থিত হবে না (১৯ঃ৯৩)। আর এই জন্য প্রত্যেক জীবকেই তার ইবাদত পদ্ধতি দেওয়া হয়েছে (২৪ঃ৪১)। শেষ বিচারের পরে সকল জীবআত্মা মানব রূপে স্তানান্তারিত হবে বিধায় বলা হয়েছে, জ্বীন ও মানবকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করিব (৩২ঃ১৩)। এখানে কিন্তু অন্যান্য জীবের কথা বলা হয় নাই, কারণ অন্যান্য জীবগুলি মানবরূপে স্থানান্তরিত হয়েছে। এই জন্য বলা হয়েছে, আমি জ্বীন ও মানুষের মধ্য থেকে রসূল পাঠিয়েছি (৬ঃ১৩০) এবং অধিকাংশ জ্বীন ও মানবকেই জাহান্নামে দেওয়া হচ্ছে (৭ঃ১৭৯)। এখানে কিন্তু জীবআত্মাদের আলাদা ভাবে দেখানো হয় নাই। এতে প্রমাণিত হয় যে, সেদিন সকল জীবআত্মাই মানব দেহে স্থানান্তরিত করেই তাদের শাস্তিতে আনা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, সমস্ত আত্মাই একই সময়ে তৈরী (৩২ঃ৪) এবং এই সকল কিছু সৃষ্টি করা হয়েছে নির্দিষ্ট পরিমাণে (৫৪ঃ৪৯)। আর সকল কিছু একই সময়ে ধ্বংশ হবে (২৮ঃ৮৮)। এই দুইয়ের মাঝখানে কোন ধ্বংশ নেই, রূপান্তর হচ্ছে মাত্র। তাই বস্তুর অবিনাশিতাবাদ সূত্রে বিজ্ঞান এটাই প্রমাণ করেছে যে, বস্তুর কোন ধ্বংশ নেই, রূপান্তর হয় মাত্র। আর তাই জীবআত্মা ধ্বংশ হচ্ছে না, বরং মৃত্যুর মাধ্যমে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হচ্ছে মাত্র। তাই বলা হয়েছে প্রত্যেক জীবের মৃত্যু হবে (২৯ঃ৫৭) (২১ঃ৩৫)। এই সকল আয়াতে কিন্তু ধ্বংশ শব্দ আসে নাই। কারণ ধ্বংশ শব্দের আরবী হচ্ছে হালীকু (আরবী অভিধান পৃ. নং-২৬৩৩) যাহা সূরা কাছাস ৮৮ নং আয়াতে এসেছে, হালীকু অর্থ ধ্বংশ। আর মৃত্যু শব্দের অর্থ হচ্ছে জীবআত্মা থেকে পরমাত্মা তথা রূহুকে বিচ্ছিন্ন করা। যেমন নিদ্রাটাও এক ধরনের মৃত্যু। যখন জীবআত্মা থেকে রূহুকে বিচ্ছিন্ন করা হয় (৩৯ঃ৪২)। আর এখানে নিদ্রার সময় জীবআত্মাটাকে দেহ থেকে বাহির করা হয় আর রূহু দেহের ভিতরে অবস্থান করে (ইসলামিক ফাউন্ডেশনের আল-কুরআনুল কারীম টিকা নং-১৫০১) আর তাই মানব দেহ সৃষ্টির পূর্বেই মানব আত্মা তৈরি করা হয়েছে (৩২ঃ৪)। আর সেইগুলি জীবআত্মা হিসাবে বিভিন্ন প্রজাতিতে বিভক্ত করে পৃথিবীতে বিচরণশীল রাখা হয়েছে। আর যখন কোন প্রজাতি তৈরির ইচ্ছা করেন আর তখনই আল্লাহ শুধু তার দেহটা মাটি অথবা পানি দিয়ে তৈরি করে তাতে জীবআত্মা তথা মানব আত্মাকে সংযোজন করে অতঃপর নিজ রুহু ফুৎকার করে প্রজাতির প্রবর্তন করেছে। সেই দৃষ্টিতে প্রতীয়মান হয় যে, সমস্ত বনি আদম সন্তানকে একই সময়ে সৃষ্টি করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিল, এবং সবাই স্বীকার করল যে, আপনি আমাদের প্রভু (৭ঃ১৭২) আর সেই থেকে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতির মাধ্যমে স্থানান্তরিত হয়ে পরে মানব দেহ প্রাপ্ত হচ্ছে। উপরোক্ত আলোচনায় সেটাই কোরআন থেকে প্রমাণিত হয়েছে। আর এই কোরআনে দ্বীনের বিষয়ে কোন দর্শন বাদ দেওয়া হয় নাই (৬ঃ৩৮)। আল্লাহত মানুষের জন্য এই কোরআনে সর্ব প্রকার দৃষ্টান্ত দিয়েছেন (৩০ঃ৫৮)। আর নবী (সঃ) কে তো এই কোরআনের ভিতর সীমাবদ্ধ থাকতে বলা হয়েছে (৬ঃ৫০)। এই জন্য নবী (সঃ) এর জন্য বিধান স্বরূপ এই কোরআনই (২৮ঃ৮৫)। এই জন্য বলা হয়েছে, এই কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা য়ালিম, ফাসেক ও কাফির (৫ঃ৪৪) (৫ঃ৪৫) (৫ঃ৪৭)। কবর সম্পর্কে এক শ্রেণীর মানুষের ধর্মীয় দর্শনে বলে, কবরে তিনটি প্রশ্ন করে ঈমান পরীক্ষা করা হবে এ কথাটি ঠিক নহে বরং রোজ কিয়ামতের দিন ২য় সিংগায় ফুতকার দেওয়ার পর দেহে আত্মা সংযোজন করা হবে (৮১ঃ৭)। এতে প্রমাণ হয় কবরে জীবিত করে তিনটি প্রশ্ন করে ঈমান পরীক্ষা করা হবে এই কথার কোন ভিত্তি নেই। তারপরও অনেকেই হাদীসের উদ্ধৃতি দিয়ে বলে কবরে তিনটি প্রশ্ন করা হবে ঃ (ক) তোমার প্রভূ কে? (খ) তোমার দ্বীন কী? (গ) নবী (সঃ) কে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? কিন্তু দুঃখের বিষয় এই যে, এই তিনটি প্রশ্ন করে কবরে ঈমান পরীক্ষা করা হবে মর্মে কোন আয়াত পবিত্র কুরআনে নেই। এখানে উল্লেখ্য যে, মৃত্যুর পরের জগতটা গায়েব জগত। আর গায়েব জগতের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেনা। (সূরা নামল ৬৫) আর নবী (সঃ) ও গায়েব জানেন না। (৬ঃ৫০) (৭ঃ১৮৮)। আর নবী (সঃ) ওহী ব্যতিত কাউকে সতর্ক করেন নাই। (আম্বিয়া ৪৫)। আর নবী (সঃ) এর প্রতি নাযিলকৃত সকল ওহী এই কুরআনের মধ্যে এবং পবিত্র এই কুরআনের মধ্যে ওহী ব্যতীত কোন কথা নেই। আর নবী (সা.)কে এই কোরানই অনুসরণ করতে বলা হয়েছে (৬ঃ৫০)। আর নবী (সা.)-এর জন্য এই কোরানই বিধান হিসেবে নির্দিষ্ট করা হয়েছে (২৮ঃ৮৫)। যেহেতু কবরে উক্ত তিনটি প্রশ্নের মাধ্যমে মানুষের ঈমান করার মাধ্যমে কবরে শাস্তি দেওয়া হবে মর্মে পবিত্র কুরআনে কোন আয়াত নাই বিধায় কবর সম্পর্কে তাদের এহেন ধর্মবোধ ভিত্তীহীন। যারা কবরের বিষয়ে পবিত্র কুরআন মোতাবেক বিধান দেয় না। আর যারা দ্বীন সম্পর্কে পবিত্র কুরআন মোতাবেক বিধান দেয়না উহারা জালিম, ফাসেক ও কাফের (৫ঃ৪৪) (৫ঃ৪৫) (৫ঃ৪৭)। বিধায় তাদের ধর্মীয় দর্শন কুরআন পরিপন্থী। এখানে উল্লেখ্য যে, কবরের আযাব সম্পর্কে পবিত্র কুরআনে কোন আয়াতে উল্লেখ নেই। বরং উল্লেখ আসছে, ২য় শিংগায় ফুৎকার দেওয়ার পর যখন কবর থেকে উঠে প্রভুর দিকে যাবে তখন তারা বলবে, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠাইল (৩৬ঃ৫১) (৩৬ঃ৫২)। যেমনভাবে নিভৃত ছিল গুহায় কাহফ ও তার সঙ্গীরা (১৮ঃ১১) (১৮ঃ২০)। ঠিক কবরও একটি নিক্রিয়, নির্জীব, ঘুমন্ত অবস্থার মত। এতে প্রমাণ হয় যে, কবরে কোন আযাব হচ্ছেনা, যদি কবরে আযাব হতো তাহলে তারা বলত আমাদেরকে আযাব থেকে কে উঠাইল? তারপরও যদি কেহ বলে সকল অপরাধীদের জন্য কবরে আযাব হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ধরুন প্রথম সিংগায় ফুৎকার দেওয়ার পর একজন ব্যক্তির মৃত্যু হইল (সূরা জুমার৬৮) তার পর দ্বিতীয় সিংগায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত নির্জীব কবরস্থ রহিল। দ্বিতীয় সিংগায় ফুৎকার দেওয়ার পর সে দন্ডায়মান হইল (সূরা জুমার৬৮) এবং কবর থেকে উঠে সকলে প্রভুর দিকে দৌড়াতে থাকিবে (ইয়াছিন-৫১) তার পর শেষ বিচার শুরু হবে। এই বর্ণনা মোতাবেক রোজ কেয়ামতের পূর্ব মুহুর্তে যারা মারা গেল তাদের ত কবরে কোন আযাবের বর্ণনা আসেনি। (সূরা জুমার৬৮ )নং আয়াত অনুসারে ১ম সিংগায় ফুৎকার দেওয়া এবং ২য় সিংগায় ফুৎকার দেওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত এই সময়টা নির্জীব কবর এখানে কোন আযাব নেই। কারণ নির্জীব অবস্থায় আযাব এবং শান্তি কোনটাই সম্ভব নহে। এতে প্রমাণ হয় কবরে কোন আযাব নেই। ১ম সৃষ্টির পর হইতে ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পূর্ব পর্যন্ত যত মৃত্যু হবে সেই মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করে প্রভুর কাছে নিয়ে যাওয়া হবে। (৬ঃ৩৬)। তখন তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচিত করা হবে এবং তার দৃষ্টি প্রখর করা হবে (সূরা-কাফ, আয়াত-২২) তখন প্রভুর দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে (সূরা কিয়াম, আয়াত-২৩)। সেদিন কাফিররাও স্পষ্টবাবে আল্লাহকে দেখতে পাবে। (১৯ঃ৩৮)। তখন বলা হবে মৃত্যুর পূর্বে তোমরা যা কিছু কামনা করতে আজ সব দেখলেতো? (৩ঃ১৪৩) তখন তারা বলবে আমরা সব দেখলাম এবং শুনলাম এবং প্রভুকে বিশ্বাসও করলাম (৩২ঃ১২)। তখন বলা হবে তোমাদের আজকের বিশ্বাস কবুল করা হবে না (৩২ঃ২৯)। তবে যারা পূর্ব থেকে বিশ্বাসী ছিল তাদের বিশ্বাস কবুল করা হবে (৬ঃ১৫৮)। তখন তারা আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করবে। (নহল-১১১)। এবং বলবে হে প্রভু আমরাতো পূর্ব থেকেই বিশ্বাসী ছিলাম (৩২ঃ১২)। তখন বলা হবে, তোমরা বিশ্বাসী ছিলে বললেই তোমাদেরকে ছেড়ে দেয়া হবে না ইমান পরীক্ষা না করে। (আনকাবুত-২)। শুধু ইমান পরীক্ষা করা হবে না, বরং ইমান অনুসারে পূর্ব কর্ম পরীক্ষা করা হবে (১০ঃ৩০)। আর এমন একটি কঠিন পরীক্ষা করা হবে, যে পরীক্ষায় কারা প্রকৃতপক্ষে ইবলিসের অনুসারী ছিল, তারা ধরা পড়বে। (৬৮ঃ৬) সেই পরীক্ষাটি হবে এমন একটি কঠিন পরীক্ষা যে সেথায় শুধু যালিমরাই আক্রান্ত হবে না বরং নামধারী, লেবাসধারী মমিনরাও আক্রান্ত হবে। (৮ঃ২৫)। আর সেই পরীক্ষাটা হবে এই ভাবে যে, আল্লাহ পাক মানব আকৃতিতে উপস্থিত হবেন এবং সাক্ষাত দিবেন। "তখন আল্লাহর পা উন্মোচন করা হবে এবং সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না" (কালাম-৪২)। কারণ তারা দুনিয়াতে তাদেরকে এই সেজদা করতে আহবান করা হয়েছিল, তারা করে নাই (কালাম-৪৩)। এইভাবে সেখানে তার ঈমান পরীক্ষা করা হবে। (২৯ঃ২)। কর্মফল অনুসারে তার প্রতিদান প্রদান করা হবে। (সূরা হুদ-১১১)। এইলক্ষে তাকে পুনরায় সৃষ্টিতে ফিরিয়ে আনা হবে। ১ম বার যেভাবে সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ যেভাবে প্রথমে সৃষ্টি করিয়াছেন তোমরা সেইভাবে ফিরিয়া আসিবে (৭ঃ২৯)।  এইভাবে জীব জগত পর্যায়ক্রমে আবর্তনের মাধ্যমে সৃষ্টিতে এনে পুনরাবর্তন ঘটানো হচ্ছে। (সূরা ইউনুস-৪) (২৭ঃ৬৪) (৮৫ঃ১৩)। এই ভাবে জন্ম-মৃত্যু-কবরস্থ-পুনরুজ্জীবিত-প্রভুর কাছে প্রত্যানিত-পরে ইমান পরীক্ষার পরে পুনরাবর্তন (৮৫ঃ১৩)। এইভাবে চলবে রোজ কিয়ামত পর্যন্ত। অর্থাৎ এই জনমে যে কর্ম মানুষ করছে, পরবর্তী জনমে তা ভোগ করছে। কারণ মানুষের যত অকল্যাণ হয় তা তার নিজ কর্মের কারণে (৪ঃ৭৯)। এইভাবে জন্ম জন্মান্তরে মানুষ শাস্তি বা শান্তির মাধ্যমে পরে মহাশাস্তি/শান্তির দিকে ধাবিত হচ্ছে। এই মর্মে আল্লাহ বলেন, তোমাকে দুইবার শাস্তি দিব পরে মহাশাস্তির দিকে (৯ঃ১০১)। আবার তোমাকে দুইবার মৃত্যু এবং দুইবার জীবন দান করা হবে।(৪০ঃ১১, ২ঃ২৮)। অর্থাৎ কমপক্ষে দুই বার মৃত্যু দুইবার জীবন। (সুরা মমিন-১১)। ১ম মৃত্যুর পর নতুনভাবে সৃষ্টি করা হবে। (সুরা নং-৩৪ সাবা, আয়াত নং-৭)। এবং পুনরায় সৃষ্টি করা হবে ১ম বারের মত। (সুরা আরাফ-২৯)। কমপক্ষে দুইবার পারিশ্রমিক প্রদান করা হবে। (সুরা কাসাস-৫৪)। এইজন্য সৃষ্টিতে এনে পুনরাবর্তন ঘটানো হবে। (সুরা ইউনুস-৪) (৮৬ঃ১৩)। আল্লাহ সৃষ্টিকে অস্থিত্ব দান করেন অতঃপর পুনরায় সৃষ্টি করেন (২৯ঃ১৯) (৩০ঃ২৭)। এখানে উল্লেখ্য যে, প্রত্যেক নফসের মৃত্যু হবে (সূরা আনকাবুত-৫৭)। আর এই কারণে পৃথিবীর কোন কিছুই নিরর্থক সৃষ্টি করে নাই (৩৮ঃ২৭)। মৃত্যুর পূর্বে জীবন ছিল এটা নিশ্চিত। অর্থাৎ আগে জীবন পরে মৃত্যু। সেক্ষেত্রে সুরা বাকারার ২৮ নং আয়াতের বিষয়টি মৃত্যু থেকে জীবিত কথা দিয়ে প্রমাণ হয় আগে জীবন ছিল। সুরা বাকারার ২৮ নং আয়াতটির বর্ণনায় এমন হয় যে, (জীবন থেকে) মৃত্যু পরে জীবিত আবার মৃত্যু আবার জীবিত এবং পরিশেষে প্রভুর কাছে প্রত্যাবর্তন। এখানে উল্লেখ্য যে দুইবার কথার মধ্যে একাধিকবার কথাটা এসে যায়, সেক্ষেত্রে জন্ম জন্মান্তরে একাধিকবার জন্ম মৃত্যুর মাধ্যমে রোজ কিয়ামতের পূর্ব মুহুর্তে ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পরে মৃত্যু। এই যুক্তি অনুসারে সূরা জুমার ৬৮ নং আয়াতে মৃত্যুর পূর্বে আর একটি মৃত্যু ছিল। জন্মান্তর বাদে বিশ্বাসী না হলে সূরা জুমার ৬৮ নং আয়াতে উল্লেখিত ১ম সিংগায় ফুক দেওয়ার মৃত্যুর পরে ২য় সিংগায় ফুৎকার দেওয়ার পর জীবিত হয়ে প্রভুর কাছে দন্ডায়মান এই যুক্তিতে দুইবার মৃত্যু প্রমাণিত হয় না। যদি কেহ জন্মান্তরবাদে বিশ্বাসী না হয় সেক্ষেত্রে সূরা মমিনের ১১ আয়াতে দুইবার মৃত্যু কথাটির সাথে সুরা জুমার ৬৮ নং আয়াতটি পরস্পর বিরোধী হয়। যেহেতু কুরআনের কোন আয়াত পরস্পর বিরোধী নয় বিধায় সেহেতু ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পুর্বে বার বার জন্ম-জন্মান্তরবাদ এটা নিশ্চিত। কারণ ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পুর্বে যাদের মৃত্যু হবে কাফেররা তখন বলবে, আমাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দাও (২৩ঃ৯৯)। তাদের উদ্দেশ্যে বলা হল 'ইহা হইবার নয়' বরং পরবর্তী পুনরুজ্জীবিত হওয়া পর্যন্ত তোমাদের সামনে বরযখ থাকবে। (২৩ঃ১০০)। এখানে উল্লেখ্য যে, ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পুর্বে মৃত্যুর পর ইমান পরীক্ষার পরে যদি কবরে রাখা হইত বা কবরে আত্মা ফেরত পাঠানো হইত তাহলে আয়াতে পুনরুজ্জীবিত হওয়া পর্যন্ত তোমাদের সামনে বরযখ থাকবে কথা না বলে তোমরা কবরে থাকবে কথা বলা হতো। যেহেতু উক্ত আয়াতে কবর কথা আসে নাইএতে প্রমান হয় যে, মৃত্যুর পর পুনরুজ্জীবিত করে প্রভুর কাছে নিয়ে ইমান পরীক্ষার পর তাকে আর কবরে পাঠানো হয় না। এখানে উল্লেখ্য যে, আল্লাহ সকল আত্মা একই সময় সৃষ্টি করে সকলের কাছ থেকে অঙ্গিকার নিলেন (আরাফ-১৭২)। ১ম সিংগায় ফুৎকার দেওয়া হবে (জুমার-৬৮)। তখন সকল কিছু একই সাথে ধ্বংস করা হবে (সুরা কাসাস-৮৮)। একই সময়ে ১ম সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সকলের মৃত্যু হবে (জুমার-৬৮)। তারপর সকলকে একই সাথে মৃত্যুর পর কবরস্থ করা হবে (৮০ঃ২১)। এখানে উল্লেখ যে কিয়ামতের পূর্বে কবর থেকে কাউকে জীবিত করা হচ্ছে না। একমাত্র ২য় সিংহে ফুতকার দিলেই করব থেকে দন্ডায়মান হবে (৩৬ঃ৫১)। এতে প্রমাণ হয় যে কবর একটি নির্জীব অবস্থা কারণ তখন তারা বলবে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠাইল (৩৬ঃ৫২) এবং আল্লাহ যতদিন ইচ্ছা করবেন ততদিন তারা কবরস্থ থাকবে। (আবাসা-২১)। তারপর আল্লাহ ২য় সিংগায় ফুক দেবেন (জুমার-৬৮)। তারপর তাদের পূর্বের দেহে আত্মা সংযোজন করা হবে (তাকবীর-৭) (আবাসা-২২)। তারপর তারা কবর থেকে উঠে প্রভুর দিকে ধাবিত হবে হাশরের মাঠে (৩৬ঃ৫১)। তাহলে দেখা গেল ১ম সৃষ্টি থেকে শুরু করে ১ম সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সকল কিছু ধ্বংস হওয়া পর্যন্ত বার বার জন্ম মৃত্যুর মাধ্যমে রূপান্তর। এই পিরিয়ডটাই জন্মান্তরবাদ। অর্থাৎ ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পূর্বে যে সকল মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর পর দেহগুলি কবরস্থ করা হচ্ছে (৮০ঃ২১) (৯ঃ৮৪)। আর কবরে দেহগুলি ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আত্মাগুলিকে পুনরুজ্জীবিত করে জতিষ্ময় দেহে প্রভুর কাছে প্রত্যানিত করা হবে (৬ঃ৩৬)। অতঃপর তাকে সেখানে ইমান পরীক্ষা করা হবে (২৯ঃ২)। এই লক্ষে তাকে পুনরায় সৃষ্টিতে ফিরিয়ে আনা হবে প্রথম বার যেভাবে সৃষ্টি করা হয়েছিল (৭ঃ২৯)। (১) এই লক্ষে তাকে নতুনভাবে দেহ তৈরী বা সৃষ্টি করা হবে (সাবা-৭)। তাকে নতুন আকৃতি দান করা হবে (ওয়াকিয়া-৬১) তবে এক জন্ম থেকে অন্য জনমের মধ্যে একটি অন্তরাল থাকে (মমিন-১০০)। যাতে করে সে পূর্ব জনমের কোন স্মৃতি স্মরণ করতে না পারে পরবর্তী নতুন জীবনে তাকে পূর্ব জীবনের কর্ম অনুসারে শাস্তি বা শান্তি দেওয়া হবে আর পূর্ব জনমের মৃত দেহটা কবরে মাটির সাথে মিশে যাবে বা ধ্বংস হয়ে যাবে। সেখানে কোন জীব আত্মার উপস্থিতি থাকবে না। অর্থাৎ কবরে একটি নির্জীব অবস্থা, এখানে কোন আজাব বা শান্তি দেওয়া হয় না, বিধায় কবরে কোন আজাব নেই, এই মর্মে কোরানে কোন আয়াত আসে নাই। তবে পরবর্তী জনমে পূর্ব জনমের কর্ম অনুসারে শাস্তি বা আজাব দেওয়া হয়। যে কেহ হারাম ভক্ষণ করবে তাকে বানর বানানো হবে (২ঃ৬৫) (৭ঃ১৬৬)। যার উপর আল্লাহ লা'নত করবে এবং রাগান্বিত থাকবে তাকে বানর ও শুকর করবে (৫ঃ৬০)। অর্থাৎ ১ম সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত এইভাবে জন্ম মৃত্যুর মাধ্যমে জন্ম জন্মান্তরে জীব আত্মা প্রবাহমান থাকবে, অতঃপর ১ম সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সকল কিছু ধ্বসং হবে (২৮ঃ৮৮)। তখন সবাই নির্জীব কবরস্থ হবে (৮০ঃ২১)। এখানে কোন আজাব দেওয়া হবেনা। অতঃপর ২য় সিংগায় ফুৎকার দেওয়া হবে (৩৯ঃ৬৮)। অতঃপর পূর্বের দেহে আত্মা সংযোজন করা হবে (৮০ঃ২২) (৮১ঃ৭), অতঃপর তারা দন্ডায়মান হবে (৩৯ঃ৬৮)। অতঃপর কবর থেকে উঠে দৌড়াতে দৌড়াতে প্রভুর দিকে দৌড়াতে থাকবে (মাআরিজ-৪৩) (ইয়াসিন-৫১) পরে শেষ বিচারের মাধ্যমে দোযখ বা বেহেস্ত দেওয়া হবে (হুদ-১০৬)। (২) এখানে উল্লেখ্য যে, দুই বা একাধিকবার মৃত্যুর মাধ্যমে প্রভুর কাছে প্রত্যানীত হওয়ার ২য় যুক্তি হচ্ছে এই যে, সুরা আনামের ৩৬ নং আয়াতে বর্ণিত প্রভুর নিকট প্রত্যানিত হওয়ার সময় তাদের সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে এবং দৃষ্টি প্রখর করা হবে। (৫০ঃ২২)। তখন সকলেই অর্থাৎ কাফেররাও প্রভুকে স্পষ্টভাবে দেখতে পাবে। (১৯ঃ৩৮)। পক্ষান্তরে শেষ বিচারের দিন কাফেররা সেদিন প্রভুর থেকে অন্তরিত থাকবে (৮৩ঃ১৫)। এবং অপরাধীরা সেদিন দৃষ্টিহীন অবস্থায় উৎথিত হবে। (২০ঃ১০২) এবং কাফেররা সেদিন অন্ধ অবস্থায় উঠিবে। (২০ঃ১২৪)। (৩) আবার ১ম সিংগায় ফুৎকার দেওয়ার পুর্বে যারা মৃত্যুবরণ করবে তারা প্রভুর কাছে প্রত্যানিত করে ঈমান পরীক্ষা করতঃ প্রতিদান প্রদান করার লক্ষ্যে তাকে নতুন ভাবে সৃষ্টি করা হচ্ছে। (৩৪ঃ৭), (২১ঃ১০৪)। নতুন ভাবে সৃষ্টি করার কারণে পরবর্তী সৃষ্টি নতুন জনমে কেউ কাউকে চিনতে পারে না এবং ২য় সিংগায় ফুৎকার দেওয়ার পর পূর্বের দেহেই আত্মা সংযোজ করা হচ্ছে। (৮১ঃ৭)। ফলে তারা সেদিন একে অপরকে চিনতে পারবে (১০ঃ৪৫)। (৪) আবার দেখা যাচ্ছে, ১ম সিংগায় ফুক দেওয়ার পূর্বে যে সকল মানুষের মৃত্যু হচ্ছে তাদেরকে নতুন ভাবে সৃষ্টি করার সময় নতুন আকৃতিতে বা অন্য আকৃতিতে সৃষ্টি করা হচ্ছে। (ওয়াকিয়া-৬১)। তখন অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য বানর কিংবা পশু আকৃতিতে তৈরী করা হবে। (২ঃ৬৫) (৭ঃ১৬৬) (৫ঃ৬০)। পক্ষান্তরে ২য় সিংগায় ফুক দেওয়া পর অপরাধীদেরকে পৃথক করা হবে (৩৬ঃ৫৯) (১০ঃ২৮) এবং তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। (৬৯ঃ২৫)। (৫) আবার দেখা যাচ্ছে ১ম সিংগায় ফুক দেওয়ার পূর্বে যাদের মৃত্যু হচ্ছে, তাদের ঈমান পরীক্ষা করার সময় সুপারিশকারী কেউ থাকছে না। কারণ ঐ সময় আল্লাহ ব্যতিত কোন সুপারিশকারী থাকবে না। (৩২ঃ৪)। পক্ষান্তরে ২য় সিংগায় ফুক দেওয়ার পরে যখন জীবিত হয়ে হাশর মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ যাকে অনুমতি দিবে সে সুপারিশ করিতে পারিবেন (১০ঃ৩)। (৬) প্রথম সিংঙ্গায় ফুৎকার দেওয়ার আগে মৃত্যুর পর যখন প্রভুর নিকট দন্ডায়মান হবে তখন প্রত্যকেই একাকি প্রভুর সামনে যাবে (১৯ঃ৯৫)। পক্ষান্তরে হাশরের মাঠে সকলেই একসাথে প্রভুর সম্মুখে দন্ডায়মান হবে (১১ঃ১০৩)। (৭) প্রথম সিংগায় ফুৎকার দেওয়ার পূর্বে যে সকল মৃত্যু হবে অতঃপর আল্লাহর কাছে ্উপস্থিত হয়ে আল্লাহর অনুমতি ব্যতীত কথা বলতে পারবে এবং বলবে, হে প্রভু আমরা সব দেখলাম এবং শুনলাম এবং আমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দাও (সেজদা-১২) পক্ষান্তরে হাশরের মাঠে আল্লাহর অনুমতি ব্যতিত কেহ কথা বলতে পারবে না (১১ঃ১০৫) (৭৭ঃ৩৫) (মুরছালাত-৩৫। (৮) ১ম সিংগায় ফুক দেওয়া পূর্বে যারা আল্লাহর পথে হিযরতে গিয়ে নিহত হয় তাদের উৎকৃষ্ট জীব্কিা দেয়া হবে এবং তাদেরকে এমন স্থানে দাখিল করা হবে যা তারা পছন্দ করিবে। (২২ঃ৫৮) (২২ঃ৫৯)। অর্থাৎ নতুন ভাবে সৃষ্টি করে তাদেরকে পছন্দের মত স্থানে রাখা হবে পক্ষান্তরে ২য় সিংগায় ফুক দেওয়ার মাধ্যমে জীবিত করে হাশরের বিচারের পরে তাদের দাখিল করা হবে জান্নাতে। (৯) আবার ১ম সিংগায় ফুক দেওয়া পূর্বে মৃত্যুর পর দেহটা কবরস্থ হচ্ছে আত্মাটাকে পুনরুজ্জীবিত করে প্রভুর কাছে দন্ডায়মান করা হচ্ছে। সেক্ষেত্রে আত্মা কবরস্থ দেহে সংযোজন করা হচ্ছেনা, কারণ ২৩ নং সূরার ১৫ নং আয়াতে বলা হয়েছে, মৃত্যুর পরে সরাসরি পুনরুজ্জীবিত করে আত্মিক দেহে প্রভুর সম্মুখে দন্ডায়মান করা হচ্ছে। (২৩ঃ১৬) (৬ঃ৩৬)। এই আয়াতে কিন্তু মৃৃত্যুর পর কবর কথা উল্লেখ নাই। পক্ষান্তরে ১ম সিংগায় ফুক দেওয়া পরে মৃত্যুর পর কবরস্থ থাকছে (৮০ঃ২১)। অতঃপর ২য় সিংগায় ফুক দেওয়া পর কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হচ্ছে (৮১ঃ৭)। এতে প্রমাণিত হয় যে, প্রভুর সম্মুখে দুইবার বা একাধিক বার প্রত্যানিত হতে হচ্ছে। এতে প্রমাণিত হয় ১ম সৃষ্টি থেকে ১ম সিংগায় ফুক দেওয়া পর্যন্ত এটা হচ্ছে জন্ম মৃত্যুর মাধ্যমে জন্মান্তরবাদ। অতএব জন্মান্তর বাদ কুরআনের মতবাদ।
.
Sourse