Monday, April 13, 2020

রাত পর্যন্ত রোজা পূর্ণ কর

Fm fb
#আল্লাহতো রাত পর্যন্ত রোজা পূর্ণ করতে বলেছেন,
বুখারীগংদের কথাতে, সন্ধ্যায় ইফতার বলে রোজা নষ্টকরেন কেনো ?
কমবেশি ১-ঘন্টা পরেইতো লাইল/রাত/অন্ধকার! 
~~
+👉👉আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত 👈👈 + ২/১৮৭, 
~~~
লাইল/রাত হলো অন্ধকার-৭৯/২৯,
~~~~
অন্ধকারে আবৃত/আচ্ছাদিত/ঢাকা হলেই রাত হয় ৭৯/২৯ সহ সবগুলি আয়াতেই লাইল/রাত 'অন্ধকার' এটাইমূল
~~~~~~~~~~~~`~~~~`~~~~~~~~~
বুখারীগংরা #সন্ধ্যায়-শাফাক এ ৮৪/১৬ সূর্যাভায়,
ইফতার বলেবলে, রোজা নষ্টকরায় তো!
(সূর্যালো দিনের সাথেই যুক্ত, কমবেশী ১-ঘন্টাপরেই অন্ধকার/রাত-৭৯/২৯ হয়)
~~
সূর্য ডুবলেই যদি রাত হয়! তবে
সূর্য না-উঠা প্রভাত কেনো রাত নয় ?
~~
#কুরআন সুরা ও আয়াত নং মিলিয়ে বুঝুন ;
~~~
#নবীর(সা) নামে মিথ্যা বলেবলে মানুষকে ধোকাদিয়ে শির্ককারী-মুশরিক বানাবার ব্যবস্থা :
#বুখারীগংদের সয়তানি/নষ্টামি দেখুন, ভাবুন এবং চিন্তাকরুন মনোযোগ দিয়ে 👇👇
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
👉“মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি #ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে।” (বুখারী-১৯৫৭ ও মুসলিম-১০৯৮)
~~~
মাগরিবের শুরুটাই ইফতারের সঠিক সময়।
রাসূল সা. আরো বলেছেন,
“যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দীন ইসলাম বিজয়ী থাকবে। কেননা, ইয়াহূদী ও নাসারাদের অভ্যাস হল ইফতার দেরীতে করা।” (আবূ দাঊদ-২৩৫৩) 👈
~~~~~~~~~~
কুরআন বুঝার চেষ্টাকরুন সব পেয়ে যাবেন তো
~~~~
বুখারীগংরা তো সয়তানের সহোযিগী ১৭/৬২,

আল্লাহ্ বলেছেন: সন্ধ্যা ও রাত আলাদা 👇👇
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
فَلَاۤ  اُقۡسِمُ  بِالشَّفَقِ ﴿ۙ۱۶﴾
আমি শপথ করি অস্তরাগের –
~~~~
وَ الَّیۡلِ وَ مَا وَسَقَ ﴿ۙ۱۷﴾
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
৮৪/১৬-১৭
~~~~~~~~~~~~~~~~~~~
وَ اَغۡطَشَ لَیۡلَہَا وَ اَخۡرَجَ ضُحٰہَا ﴿۪۲۹﴾
এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।
৭৯/২৯
~~~~~
কমবেশি ১-ঘন্টা পরেইতো লাইল/রাত/অন্ধকার হয়

No comments:

Post a Comment